তথ্য প্রযুক্তির এই যুগে ‘ফেসবুক’ হচ্ছে অধিক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০২০ সালের জরিপ অনুযায়ী, ফেসবুকের মাসিক একটিভ ব্যবহারকারীর সংখ্যা ২.৬ বিলিয়ন এবং দিনে ব্যবহারকারীর সংখ্যা ১.৭৩ বিলিয়ন। এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৮০ মিলিয়ন লোকাল বিজনেস পেইজ তৈরি হয়েছে। ৭২% ব্যবসায়ী মনে করেন, ফেসবুক তাদের বিজনেসের প্রধান হাতিয়ার। বুঝতেই পারছেন, কোনো কোম্পানির ব্র্যান্ডিং কিংবা প্রমোশনের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের গুরুত্ব কতখানি।
এছাড়া বাংলাদেশে এই মুহুর্তে ফেসবুক ব্যাবহারকারীর সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ, অর্থাৎ বাংলাদেশের প্রতি ৬ জনে ১ জন ফেসবুক ব্যাবহার করে। তাই আগামীর দিনগুলোতে ফেসবুক মার্কেটিং এবং এডভার্টাইজিং এর প্রয়োগ ও চাহিদা বহুগুন বেড়ে যাবে।
তাই ঘরে বসেই হাতেকলমে ফেসবুক মার্কেটিং এবং এডভার্টাইজিং এর খুটিনাটি শিখে দক্ষতা অর্জন করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
ফেসবুক ব্যবহার করে আপনি কি অফার করছেন, কাকে অফার করছেন, টার্গেটিং কিভাবে করছেন, অ্যাড মনিটরিং কিভাবে করছেন, এর ভিত্তিতে টোটাল অ্যাড অপটিমাইজ করতে হয়। আর যতো সফলভাবে টার্গেটিং এবং অপটিমাইজিং করতে পারবেন ততো অ্যাডের রিটার্ন ভালো আসবে।
সুতরাং, আপনার ব্যবসায়ের ধারাবাহিক সাফল্যের জন্য হাতেকলমে ফেসবুক এডভার্টাইজিং কোর্সে যোগদান করুন।
যে ৩টি প্রধান কারণে আপনি কোর্সটি করতে পারেন ?
- কোর্স টি টাইম টু টাইম আপডেট হবে এবং আপনি লাইফটাইম এক্সেস পাবেন।
- আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন এবং উত্তর পেতে পারেন।
- আপনি ফেসবুক মার্কেটিং এর বিগেনার লেবেল থেকে অ্যাডভান্সড পর্যন্ত কমপ্লিট করতে পারবেন।
এই কোর্সটি তে আপনি কি শিখবেন ?
- ইন্ট্রোডাকশন অফ ফেসবুক মার্কেটিং
- ফেসবুক পেজ কি ?
- ফেসবুক গ্রুপ কি ?
- ফেসবুক ইভেন্ট কি ?
- কিভাবে ফেসবুক বিসনেস পেজ এর জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন ?
- কিভাবে ফেসবুক এ ADS করবেন বিস্তারিত ?
- ফেসবুক পিক্সেল কি কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত।
- ফেসবুক রিমার্কেটিং কি কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত ?
- কিভাবে ফেসবুক এড্স, ফেসবুক পেজ, ফেসবুক পিক্সেল সব বিষয়ই রিপোর্টিং করবেন।